
বর্তমান দলের নির্দেশে তিনি শহরে এসেছেন মাত্র কিছুদিনের জন্যই । কারণ, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন । আর নির্বাচনের আগে দলের ‘ব্যাক বোন’ হতে প্রস্তুত বাংলার ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী । আর এবার শহরে এসেই তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁর প্রাক্তন দল তথা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ।
জানালেন , ‘সার্কিট হাউস দেওয়া হচ্ছে না’, এমনকি তিনি যে হোটেলে থাকছেন সেই হোটেল মালিকরাও শাসক দলের ভয়ে সন্ত্রস্ত থাকছেন । এমনই দাবি করছেন বিজেপির জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী । শনিবার সকালে বিষ্ণুপুরের একটি বেসরকারী হোটেলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে তিনি একথা বলেন । এদিন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন । রাজ্যে শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে প্রশ্ন উঠলে উত্তরে তিনি বলেন, ‘অনেকের সঙ্গেই তো বসি। টাটার ঘটনার পর শিল্পপতিরা ভীত।’ তবে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শিল্পের বন্যা বইবে বলেও তিনি দাবি করেন । একই সঙ্গে দল তাঁকে যেভাবে কাজে লাগাবে তিনি সেইভাবেই কাজ করবেন বলেও এদিন আবারও একবার স্পষ্ট করে দেন মিঠুন ।
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023
- মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার! - March 29, 2023