
নিউজটাইম ওয়েবডেস্ক : দোলের দিনই দিল্লি যাচ্ছেন কেষ্ট। ‘গরু পাচার’ মামলায় তাঁকে জেরা করার জন্যই দিল্লি যাত্রা। দীর্ঘদিন আসানসোল জেলে কাটিয়ে, এবার দিল্লি পর্ব শুরুয়াতের দিকে। আজ সকালে আসানসোল জেল থেকে তাঁকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়। মাঝে একবার শক্তিগড়ে একটি দোকানে সকালের জলখাবার সারেন। ক্যামেরাবন্দী হয় তাঁর বদ মেজাজের ছবি। পার্থর পর এবার কেষ্টকে দেখেও ‘চোর চোর’ স্লোগানে মুখর হল চতুর্দিক।
জোকা ইএসআই হাসপাতালে চার চিকিৎসকের একটি মেডিক্যাল টিম দীর্ঘ তিন ঘন্টা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। মাঝে রুটি সবজি দিয়ে দুপুরের খাবার সারেন। এরপর রিপোর্ট আসে অনুব্রত একেবারে ‘ফিট’। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফাইনাল গেটপাস পেতেই, ইডির গাড়ি করে তাঁকে বিমান বন্দরের পথে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেইখানেই আরেক কাণ্ড। গাড়িতে উঠতে যাবেন অনুব্রত, এমন সময় চারিদিক থেকে স্লোগান ওঠে ‘গরুচোর’। মনে যে একটু কষ্ট পেয়েছেন অনুব্রত তা স্পষ্ট অনুব্রতর চেহারায়। যদিও শেষ পর্যন্ত নিরবতা ভাঙলেন না। ইতিমধ্যেই ইডির অফিসাররা তাঁকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। রয়েছেন একজন চিকিৎসক। বিমানবন্দরে রাখা হয়েছে কড়া নিরাপত্তা। রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এরপর দিল্লি পৌঁছে আবারও মেডিক্যাল চেকআপ হবে কেষ্টর।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023