
নিউজটাইম ওয়েবডেস্ক : বর্ষীয়ান বলিউড কোরিওগ্রাফার সরোজ খান মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি। শনিবার শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ৭১ বছরের বর্ষীয়ান জাতীয় পুরস্কারে সম্মানিক শিল্পী করোনা পজিটিভ নন। তাঁর এক পরিবারের সদস্যই একথা জানিয়েছেন।
সেই আত্মীয় বলেন, “ইস্ট বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শ্বাসকষ্ট জনিত কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তিনি সুস্থ এবং এক-দুদিনের মধ্যেই ছাড়া পাবেন। তাঁর দেহে কোভিডের কোনও লক্ষণ নেই। এমনকী সরোজ খানের রিপোর্টও নেগেটিভ এসেছে।” বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। ‘এক দো তিন’, ‘হাম কো আজ কাল হ্যায় ইন্তেজার’, ‘ধক ধক করনে লগা’, ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’, ‘নিম্বুড়া’, ‘ডোলা রে ডোলা’র মতো জনপ্রিয় গানের কোরিওগ্রাফ করেছেন তিনি। তাঁর শেষ ছবি ২০১৯ সালে করণ জোহরের পরিচালনায় পিরিয়ড ছবি কলঙ্ক। এই ছবির তাবাহ হো গ্যায়ে গানটিতে কোরিওগ্রাফ করেছেন তিনি। এই গানের রয়েছেন মাধুরী দীক্ষিত। মাধুরীর সঙ্গে সরোজ খানের পার্টনারশিপ বহুদিনের। অনেক হিট গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022