
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ইপিএলে হার এড়াল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল রেড ডেভিলসরা। ২ গোলে পিছিয়ে পড়েও দুরন্তভাবে ম্যাচে প্রত্যাবর্তন করল ম্যান ইউ। ম্যাচের শুরুতেই উইলফ্রিড গোল করে এগিয়ে দেন লিডসকে, বিরতির পর ভারানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। কিন্তু ২ গোলে পিছিয়ে পড়ার পরই দুরন্তভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে ম্যান ইউ। ৬২ মিনিটে র্যাশফোর্ড ব্যবধান কমান, ৭০ মিনিটে গোল করে জর্ডন স্যাঞ্চো দলকে বিপদমুক্ত করেন। ২২ ম্যাচ খেলে রেড ডেভিলসদের পয়েন্ট ৪৩। ড্র করার দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটিকে ছোঁয়া হল না র্যাশফোর্ডদের।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023