
নিউজটাইম ওয়েবডেস্ক : এই হয়তো শেষ বিশ্বকাপ খেললেন মেসি। হাতে এলো সোনালী বিশ্বকাপ। এতদিন দুনিয়ার তামাম ট্রফি-শিরোপা ছিল মেসির নামে।শেষ রাতে নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলেন লিওনেল মেসি। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত পরিবার। মেসির গোলে দর্শক আসন থেকেই উচ্ছ্বাসে আত্মহারা হতে দেখা গিয়েছিল মেস্যার স্ত্রী অ্যান্তোনেলা’কে।জীবন সঙ্গীর বিশ্বকাপ জয়ে তাঁর চোখের কোণে আনন্দ অশ্রু।
আর্জেন্টিনা বিশ্বকাপ জিততেই মেসির দিকে ছুটে আসে তাঁর তিন সন্তান। ১০ বছরের থিয়াগো, ৭ বছরের মাটেও এবগ বছর ৪ এর শিরো; বাবার কাপ জেতার আনন্দে তারাও মাতোয়ারা। বাবাকে আলিঙ্গন করে মধ্যমাঠে। ছেলেদের জড়িয়ে ধরলেন মেসি।বিশ্বকাপ জেতার উচ্ছ্বাস, পরিবারের ভালোবাসা। সব মিলিয়ে মেসি যেন সম্পূর্ণ।তাঁর যেন আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। কাপ হাতে বেশ কিছুক্ষণ পরিবারের সঙ্গে মাঠেই ছিলেন মেসি। স্ত্রী অ্যান্তোনেলাকে দিয়েছেন ভালোবাসার চুম্বন।স্বপ্ন পূরণের চুম্বন।মেসির পাশে আর্জেন্টিনার জার্সিতে চিয়ারলিডারের মতো দাঁড়িয়ে তাঁর পরিবার।‘এই তো জীবন কালি দা!’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022