
নিউজটাইম ওয়েবডেস্ক : ইন্টারনেটবাহিত হয়ে পৌলমী অধিকারী পৌঁছে গিয়েছেন নেটিজেনদের মুঠোফোনে। ভারতের হয়ে জাতীয় মহিলা ফুটবলে খেলা। বিদেশের মাটিতে একের পর এক ম্যাচ খেলেও পৌলমী ছুঁতে পারেননি তাঁর স্বপ্ন। আর্থিক সংকটে, ভাগ্যের ফেরে বর্তমানে জোম্যাটোর ডেলিভারি গার্ল পৌলমী। কিছুদিন আগেই তাঁর জীবন সংগ্রামের ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে আপলোড করেন এক নেটিজেন। পৌলমীর আধ পাওয়া স্বপ্নের কথা শুনে চোখের কোণে জল জমেছে নেটিজেনদের। সকলেই সামাজিক মাধ্যমে আবেদন জানিয়েছেন, পৌলমীকে যেন নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে সাহায্য করা হয়।
ভাইরাল হওয়া সেই ভিডিও গিয়ে পৌঁছায় আইএফএ দফতরে। তাঁকে ডেকে পাঠান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁর আহ্বানে আজই আইএফএ দফতরে যান পৌলমী। আইএফএ সচিবের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন আইএফএ র সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও আদিত্য স্কুল অফ স্পোর্টস এর কর্ণধার অনির্বাণ আদিত্য। তাঁরা পৌলমীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তাঁর সমস্যা সম্পর্কে অবহিত হন| তাঁকে তাদের সংস্থায় যোগ দেওয়ার পাশাপাশি খেলা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। যদিও পৌলমী এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই বিষয়ে ভাবনা চিন্তার জন্য চার -পাঁচ দিন সময় নিয়েছেন। পরে সচিব জানান, এই প্রস্তাব তাঁর পক্ষে সুবিধাজনক না হলে আরও কিছু সংস্থার সঙ্গে তাঁর কর্ম সংস্থান ও খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলা হবে। পৌলমী আইএফএ কে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানিয়েছেন এই ভাবে তাঁর পাশে দাঁড়ানোর জন্য।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023