
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
মানুষ ও হাতির সংঘাতের খবর প্রায়শই খবরের শিরোনামে দেখা যায়। মানুষের অসহযোগীতার কারণে এখনও হাতির মৃত্যু ঘটছে। তবে, হাতির সংখ্যা কমে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। কারন হাতির ওপর নির্ভর করেই অন্যান্য পশু পাখিদের জীবনযাত্রা ও পরিবেশের ভারসাম্য নির্ভর করে। তাই, হাতি মৃত্যু রুখতে ও হাতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেছে পশুপ্রেমী সংগঠন সলিটারী ন্যাচার এন্ড এনিমেল প্রোডাকশন ফাউন্ডেশন (SNAP)। তাদের সহযোগিতা করছে ভয়েজ ফর এশিয়ান এলিফ্যান্ট সোসাইটি। রবিবার, শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে হাতি সংরক্ষণ নিয়ে একটি আলোচনা সভা করা হয়। এই সভাতে হাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা সকলের সামনে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন ভয়েজ ফর এশিয়ান এলিফ্যান্ট সোসাইটি এর ফাউন্ডিং এক্সিকিউটিভ ডিরেক্টর সঙ্গীতা আইয়ার। এদিনের এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ রিসার্চার অরিত্র খেত্রী, SNAP ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর কৌস্তব চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যালিফোর্নিয়া থেকে আগত সঙ্গীতা আইয়ার বলেন, “বিশেষত ভারতবর্ষে দেখা যায় রাজনৈতিক প্রভাব অনেকটাই বেশি যার ফলে সরকার মানুষের উন্নয়নে কাজ করছে কিন্তু তারা হাতি বা পশু পাখিদের উন্নয়নের কথা চিন্তা করছে না। কিন্তু হাতি না থাকলে ভবিষ্যতে মানুষেরও বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে সেই দিকে কারোর নজর নেই। ফলে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে সঙ্গে নিয়ে হাতি সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা করছি। মানুষকে সচেতন করার চেষ্ঠা করার পাশাপাশি একাধিক কর্মসূচি আমরা গ্রহন করছি।” অন্যদিকে, কৌস্তব চৌধুরী বলেন, ” অনেক সময় দেখা যায় সাধারণ মানুষকে বারংবার সচেতন করা হলেও হাতির উপর আক্রমণ চলছে। অন্যদিকে বনদপ্তর হাতি সংরক্ষণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করলেও সরঞ্জাম এবং প্রযুক্তির অভাবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না। এই নিয়ে একাধিকবার বিভিন্ন মহলে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোন ফল মেলেনি। ফলে আগামী দিনে আমরা এই বিষয় নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি। দ্রুত তার রূপরেখা তৈরি করা হবে।”Latest posts by news_time (see all)
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023