
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রদীপ সরকার ।।
হাতির হামলায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের ঘটনা স্থানীয় পরিবহন পরিষেবার বেহাল দশাকেই সামনে এনে দিল। সারা বছর অর্জুনের বাড়ির এলাকা মহারাজঘাট, মিলনপল্লী, টাকিমারি থেকে অর্জুনের স্কুল পাঁচিরাম নাহাটা পর্যন্ত চলাচল করেনা। স্কুলের ২ কিমি আগেই ছাত্রছাত্রীদের নামিয়ে দেয়।পায়ে হেঁটে দুই কিমি পথ পেড়িয়ে অর্জুনদের স্কুলে যেতে হয়।কিন্তু অর্জুনের মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র বেলাকোবা কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে পর্যন্ত ছাত্রছাত্রীদের পৌছে দেয় ছোট ম্যাজিক ভ্যানগুলি। চলেনা কোনও বাস। নিজের স্কুলে অর্জুনদের ম্যাজিক ভ্যানে করে বাদুর ঝোলা হয়েই যাতায়াত করতে হতো। এমনকি যারা বেলাকোবার কেবল পাড়া হাইস্কলে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছেন তাদেরও গাড়িতে বাদুর ঝোলা হয়েই যেতে হচ্ছে।এই সব সমস্যার কথা চিন্তা করেই সাধারন রাস্তা দিয়ে না গিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অর্জুন কে বাইকের পেছনে বসিয়ে জঙ্গল রাস্তাই বেছে নিয়েছিলেন বাবা বিষ্ণু দাস। সামান্য গাড়ির সমস্যার জন্যই জঙ্গলের বেহাল ঝুঁকিপূর্ণ রাস্তা বেছে নেওয়ায় অকালে হাতির হামলায় প্রান গেল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনের। গজলডোবা থেকে যে ম্যাজিক ভ্যান গাড়িগুলি স্কুল টাইমে অর্জুনের এলাকা মহারাজঘাটে আসে।তখন অর্জুনের মতো অনেককেই নিজের স্কুল পাঁচিরাম নাহাটায় বাদুর ঝোলা হয়ে যেতে হত।অর্জুনের পরীক্ষাকেন্দ্র বেলাকোবার কেবল পাড়া হাইস্কুলেও অর্জুনকে ম্যাজিক ভ্যানে যেতে হলে চাপাচাপি করেই যেতে হতো গাড়ির সংখ্যা পরীক্ষার বাড়ানোতে।এতোকিছু ভেবে ছেলেকে নিয়ে বাড়ির উল্টোদিকের জঙ্গল রাস্তাকেই বেছে নিয়েছিলেন বাবা বিষ্ণু দাস।জঙ্গল রাস্তায় নিজে বাঁচলেও ছেলে পালাতে গিয়েও হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। বিষ্ণু দাস জানান, ছেলের স্কুলের ২ কমি আগে ম্যাজিক ভ্যান ছাত্রদের নামিয়ে দেয়।স্কুলে যাওয়া ও স্কুল থেকে ফেরার সময় দুই কিমি করে চার কিমি রাস্তা হাঁটতে হয়।গাড়ি স্কুলের আগে জুরামে নামিয়ে দেয়।১০ বছর আগে বাস চলতো। ছাত্রছাত্রীদের জন্য সরকারি বাস পরিষেবা স্কুল পর্যন্ত চালানো উচিত। অর্জুনের স্কুলের প্রাক্তন ছাত্র প্রসেনজিত দাস জানান,তিনিও স্কুলে পড়ার সময় গাড়ি কেন পাঁচিরাম নাহাটা পর্যন্ত যাবেনা তা নিয়ে অবরোধ, বিক্ষোভ আন্দোলন করেও কিছু করতে পারেনি।আজও স্কুলের ২ কিমি আগেই ছাত্রদের নামিয়ে দেওয়া হচ্ছে।এই সমস্যার স্থায়ী সমাধান করা উচিত। ।স্থানীয় বাসিন্দা বলরাম রায় জানান, ম্যাজিক ভ্যান চালকরা পাঁচিরাম নাহাটা পর্যন্ত যেতে চাননা, অজুহাত দেখান যাত্রী পাননা। কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সামান্য দুই কিমি যেতে পারেনা।প্রশাসন ব্যবস্থা নিক। মন্তাদরির প্রাক্তন পঞ্চায়েত গোবিন্দ দাস জানান,আমাদের মন্তাদরি পঞ্চায়েত সহ বারোপোটিয়া নতুনবস পঞ্চায়েতের।একটি সংসদ এলাকা মিলিয়ে এখানে ৯ টি প্রাথমিক স্কুল,দুটি এস এস কে এবং একটি এম এস কে আছে। প্রায় ১৫০০ জনের বেশি ছাত্রছাত্রী এখানে পড়েন।তাহলে এলাকায় অনায়াসেই একটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল স্থাপন করা যাবেনা কেন।কেনই বা গাড়িত এতো সমস্যা থাকবে।১৫ কিমি দূরে পাঁচিরাম নাহাটা, তারও বেশি দুরত্বে বেলাকোবা। এলাকাবাসীরা জানান, অর্জুন মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাড়ি থেকেই দিয়ে বেলাকোবায় দিদির বাড়িতে থেকে বেলাকোবার কেবল পাড়া হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে অন্য পরীক্ষাগুলি দেওয়ার পরিকল্পনা নিয়েছিল।আমরা নদী ও জঙ্গল এলাকায় বসবাস করি।তাই অন্যদিনের মতো জঙ্গলের রাস্তাই বেছে নিয়েছিলেন দুরত্ব কম হবে বলে।কিন্তু নিয়তির নির্মম কি পরিহাস দেখুন, ছেলেকে কেড়ে নিল হাতি। স্থানীয় বাসিন্দারা দাবী করেছেন, জঙ্গলের রাস্তা বন্ধ করে আমাদের মতো মানুষদের যাতায়াত বন্ধ করা সহজ।কিন্তু হাতি তো প্রতিদিন আসছে লোকালয়ে শস্য খেতে।এলাকায় বনকর্মীদের অস্থায়ী ক্যাম্প বসানো উচিত।এদিকে দুর্ঘটনায় মৃত্যু বলে অর্জুনের বাবা শনিবারই জঙ্গলের রাস্তার আগে নদীর পাশে ঘাট কাজ করেন। আজ রবিবার অর্জুনের শ্রাদ্ধানুষ্ঠান হবে। এদিকে জেলা পরিবহন দপ্তর সুত্রে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য স্পেশাল যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।তবে অন্য সময় কেন যানবাহন স্কুল পর্যন্ত যাবেনা গুরুত্ব দিয়ে দেখা হবে। জেলা শাসক মৌমিতা গোদারা বসু ফোনে জানান, এই ধরনের সমস্যা সমাধান করতে পরিবহন দপ্তরকে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023