
ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে ফলে ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই সাঁকরাইল ব্লকের গুপ্তমনি থেকে কুলটিকরি রাজ্য সড়কের উপর বাকড়াতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। গত দুদিন ধরে প্রায় ৭০ থেকে ৮০ টি দাঁতাল হাতি এলাকায় তাণ্ডব চালাচ্ছে। ঝাড়গ্রামের এই সাঁকরাইল ব্লকের একাধিক এলাকায় ব্যাপক চাষের জমি ও ক্ষতি করেছে এই হাতির দল। আর যার ফলে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । গতকাল এই এলাকায় এক দল হাতি বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতি করে এবং মূলত যে সমস্ত সাধারণ মানুষের ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে এই রাস্তা অবরোধ করা হয়। এছাড়াও বনদপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা। পাশাপাশি রাস্তা অবরোধ করায় ওই এলাকার সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনিক আশ্বাসে ঘণ্টাখানেক বাদে অবরোধ তুলে ফেলেন গ্রামবাসীরা।
- জুমেও শুরু হল কর্মী ছাঁটাই - February 8, 2023
- মালতিকে নিয়ে বরফের মধ্যে প্রিয়াঙ্কা-নিক - February 8, 2023
- অবশেষে হলেন মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা - February 8, 2023