
নিউজটাইম ওয়েবডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচে জয় পেলেন অ্যান্ডি মারে। ৫ সেটের লড়াই শেষে হারালেন ইতালির বেরেত্তিনিকে। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৭, ৭-৬। প্রথম দুটি সেট জেতার পর ইতালিও প্রতিপক্ষের বিরুদ্ধে মারের লড়াই এতটা কঠিন হবে তা অনুমান করা কঠিন ছিল।
কিন্তু মেলবোর্ন পার্কে শেষ হাসি হাসলেন মারেই। অস্ট্রেলিয়ান ওপেনে ৫ বার ফাইনাল খেলেছেন মারে, কিন্তু ২০১৯ সালে এই টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নেন স্কটিশ টেনিস তারকা। কিন্তু ২০২৩ এ আবার মেলবোর্ন পার্কে র্যাকেট হাতে নামলেন মারে। জয় পেলেন অ্যালেকজান্ডার জেরেভ। জুয়ান পাবলোকে হারালেন ৪-৬, ৬-১, ৫-৭, ৭-৬, ৬-৪ ফলে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023