
নিউজটাইম ওয়েবডেস্ক : সিবিআই তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । হাজিরার তলব পেয়ে ‘নবজোয়ার’ কর্মসূচি থামিয়েই শুক্রবার রাতে তড়িঘড়ি কলকাতা ফিরেছেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড । শনিবার সকালে ১১টা নাগাদ সিবিআই দফতরে হাজির হওয়ার কথা ছিল তাঁর । নির্দিষ্ট সময়ের ১মিনিট আগেই নিজাম প্যালেসে হাজির হতে দেখা গেল অভিষেককে ।
নিরপত্তার বিষয়ে কলকাতা পুলিশের তরফ থেকে, জোরকদমে প্রস্তুতি নেওয়া হয়েছে । শুক্রবার রাত থেকেই এই প্রস্তুতি নিতে শুরু করা হয় কলকাতা পুলিশ ও নিজাম প্যালেসের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে, বাইরে অভিষেকের অনুগামীদের ভিড় বা শাসক দলের কর্মীদের ভিড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই কারণেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে । নিজাম প্যালেসের একাধিক জায়গাতে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা ছিল চতুর্দিকে । অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে সিবিআই এর স্পেশাল টিম। সেই টিমে রয়েছেন সিবিআই এর শীর্ষ আধিকারিকরা। কলকাতার তদন্তকারী আধিকারিকরা তারা দিল্লির শীর্ষ আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখবেন। টিমে রয়েছে DIG, SP ও DSP পদমর্যাদার আধিকারিকরা। ইন্সপেক্টররাও থাকছেন এই বিশেষ টিমে । পাঁচ পাতার প্রশ্নমালা সাজানো হয়েছে সিবিআইয়ের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য । এই মামলার তদন্তকারি অফিসার ওয়াসিম আক্রম থাকছেন, DSP পদমর্যাদার অফিসার, SP পদমর্যাদার অফিসার, DIG পদমর্যাদার অফিসার রা থাকছেন। এঁদের নিয়ে তৈরি হয়েছে স্পেশাল টিম । অর্থাৎ একজন অফিসার যিনি বাংলা জানেন এমন একজনকে রাখা হচ্ছে এবং বাইরে থেকে ৩ জন অফিসাররা থাকছেন। অন্যদিকে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক । কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার আগে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন অভিষেক। সিবিআইকে চিঠি দিয়ে জানালেন – তার একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল দু মাসের, এই সময় দাঁড়িয়ে তিনি অন্য জেলায় ছিলেন। তখনই তড়িঘড়ি সিবিআই তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য। তিনি কেন্দ্রীয় তদন্তকারী এবং তার সঙ্গে কোর্টকে মান্যতা দিয়ে, গতকাল কলকাতাতে এসে আজকে হাজিরা দিয়েছেন । ২৪ ঘণ্টারও কম সময় দেওয়া হয়েছে তাঁকে , নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য সেই বিষয়টাই মূলত তিনি চিঠিতে জানিয়েছেন অভিষেক । সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন এই মামলার দ্রুত শুনানির জন্য ।Latest posts by Priyanka Banerjee (see all)
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023