
নিউজ টাইমের পর্দায় রীতিমত ভাইরাল হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় ভদ্রের নাম জড়িয়েছে দুর্নীতিতে । নিয়োগ দুর্নীতিতে জড়িত তাপস মণ্ডল, গোপাল দলপতি, কুন্তল ঘোষের মুখে বারবারই শোনা গেছে কালীঘাটের কাকুর নাম । অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে সুজয় ভদ্রর । তাছাড়া নিউজ টাইমের সামনে কালীঘাটের কাকু নিজেই স্বীকার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় চাকরি করার কথা । এই পরিপ্রেক্ষিতে নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন সুজয়কৃষ্ণ ভদ্র তা বলার অপেক্ষা রাখে না ।
আর এত সব কিছুর পরেও আজ সোমবার সুজয় ভদ্র সিবিআইয়ের হাজিরা এড়ালেন কী করে? উত্তরে তিনি জানান, সিবিআই তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেনি, বলা হয়েছিল তাঁর আয় সংক্রান্ত কিছু নথি পত্র দেখাতে । তাই সুজয় ভদ্রের পরিবর্তে নিজাম প্যালেসে গিয়েছিল তাঁর আইনজীবী ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023