হাওয়ালা যোগ, ফের কলকাতায় উদ্ধার টাকার পাহাড়

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের কলকাতায় লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার। এসটিএফ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে কলকাতার বড়বাজার এলাকা থেকে নগদ প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় ৯ জনকে গ্রেফতারও করেছে গোয়েন্দা বিভাগ। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান, এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে।

প্রথমে গোপন সূত্রের খবর পান তদন্তকারী আধিকারিকেরা। তারপর সোমবার সন্ধ্যায়, সেই সূত্রের খবর পেয়ে অভিযানে নামে তদন্তকারীরা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রবীন্দ্র সরণি ও এমজি রোডে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার করে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই তাদের কাছে খবর ছিল  হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা শহরে ঢুকেছে। সেই মোতাবেকে প্রস্তুতি নেয় পুলিশ। তারপর, সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও এসটিএফের যৌথ অভিযানে সাফল্য আসে।

সূত্রের খবর, এমজি রোড এলাকা থেকে প্রথমে একজনকে আটক করেন পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তবে এত টাকা তিনি কোথা থেকে পেলেন, এর সদুত্তর তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে দিতে পারেননি। এরপর তাকে জেরা করে রবীন্দ্র সরণির একটি অফিসের খোঁজ পান তদন্তকারীরা। সেখানে অভিযান চালিয়ে, সেখানে অভিযান চালিয়েও ১৫ লক্ষ টাকার উপরে উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকেরা।

এরপরই সেখান থেকে পাঁচ জনকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে তারাও কোনো সদত্তর দিতে পারেননি। এরপর আরও বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি নগদ উদ্ধার করে তদন্তকারীরা। গ্রেফতার করা হয় ৯ জনকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube