হাওড়া শাখায় ‘বন্দে ভারত’এর ট্রায়াল রান

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার ভোর রাতে হাওড়ায় এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। আজ থেকে শুরু হলো ট্রেনের ট্রায়াল রান। আগামী ৩০ ডিসেম্বর  এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত গতি সম্পন্ন অত্যাধুনিক এই ট্রেন অনেক কম সময়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেড ইন ইন্ডিয়া প্রকল্পে স্বপ্নের ট্রেন বন্দে ভারত। এর আগে বেশ কয়েকটি রাজ্যে এই ট্রেন চললেও এ রাজ্যে প্রথম  বন্দে ভারত এক্সপ্রেসের চাকা ঘুরতে চলেছে।

আগামী ৩০ শে ডিসেম্বর এই ট্রেনের প্রথম যাত্রার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার ভোর রাতে ট্রেনটি পৌঁছানোর পর রবিবার দুপুরে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের  ডি আর এম মনীশ জৈন সহ  রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ট্রেনটি পরিদর্শন করার জন্য যান লিলুয়া সর্টিং ইয়ার্ডে। সমস্ত খুঁটিনাটি বিষয় খোঁজখবর নেন ইঞ্জিনিয়ারদের থেকে।

নীল সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন ট্রেনটিতে ১৬ টি বগি থাকবে। মোট ১১২৮ যাত্রী পৌঁছতে পারবেন। ভাড়া সাধারণ ট্রেনের চেয়ে একটু বেশি হবে। সপ্তাহে ছয়দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়া আসা করবে।অন্য ট্রেনে নিউজলপাইগুড়ি যেতে সময় লাগে কমপক্ষে বারো ঘন্টা। বন্দে ভারতে চেপে আট ঘন্টার মধ্যে যাত্রীরা পৌঁছে যাবেন এন জি পি।অর্থাৎ চার ঘণ্টা কম সময় লাগবে।

কারন ট্রেনটি ঘন্টায় একশ আশি কিলোমিটার গতিতে ছোটার ক্ষমতা রাখে। যদিও প্রথমে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতি  নিয়ন্ত্রণে রাখা হবে ট্রেনটির। হাওড়া থেকে ভোর  ৬ টায় ছেড়ে দুপুর ১.৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে।আবার সেখান থেকে দুপুর ২.৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১০.৩০ মিনিটে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন আপাতত মালদা টাউন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। অন্য কোন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে কিনা তা চিন্তা-ভাবনা চলছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube