হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী

শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস । বৃহস্পতিবার এই যাত্রার ভার্চুয়ালি সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১৬টি কোচ সমেত হাওড়া-পুরীর মধ্যে ৫০০ কিলোমিটারের গন্তব্য পথ হতে চলেছে এই ট্রেনটির ।

এদিন এই উদ্বোধনকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানানোর জন্য মূলত এই অনুষ্ঠান । একই আসরে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও ।এছাড়াও দক্ষিণপূর্ব রেলের কটক, পুরী স্টেশনের নবিকরন সহ নতুন রেল লাইনের উদ্বোধনও করা হয় । এর পাশাপাশি ওড়িশা রাজ্যের সমস্ত রেল লাইনের ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ করা হয়েছে বলেও ঘোষণা করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী সহ রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা । এর পাশাপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । তিনি তার ভাষণে বন্দে ভারত ট্রেন শুরু হওয়ার বিষয়ে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ।

বন্দে ভারত এক্সপ্রেসে ৫০০ কিলোমিটারের যাত্রাপথ মাত্র সাড়ে ৬ ঘন্টায় অতিক্রম করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে রেল সুত্রে । প্রসঙ্গত, এটি ওড়িশার প্রথম বন্দে ভারত ট্রেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube