
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ করোনাভাইরাস। চিনেই থেমে নেই,ছাড়িয়েছে এখন গোটা বিশ্বে এই মহামারী। এই কঠিন পরিস্থিতেই লন্ডনে বাজির শ্যুটিং সারছিলেন জিত-মিমিরা। কিন্তু পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। ভারতে করোনা মোকাবিলায় বদ্ধ পরিকর কেন্দ্র সরকার। তাই সোমবার কেন্দ্র নির্দেশিকা জারি করে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন,তুরস্ক, ব্রিটেন থেকে যাত্রীদের আসা নিষিদ্ধ করেছে। আগামীকাল অর্থাৎ ১৮ইমার্চ থেকে ৩১ শে মার্চ অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তারপর পরিস্থিতি পুর্নবিবেচনা করা হবে।
এই অবস্থায় তড়িঘড়ি শ্যুটিং মাঝপথে থামিয়ে নির্দেশমত লন্ডন থেকে দেশে রওনা দিয়েছেন মিমি চক্রবর্তী, জিতরা। মঙ্গলবারই দেশে ফেরার কথা তাঁদের। বুধবার থেকে ভারতে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ৩৩টি দেশ থেকে আসা যাত্রীদের উপর চলবে এই বিধিনিষেধ।

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022