হচ্ছেনা শ্যুটিং-ফিরে এল টিম ‘বাজি’

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ করোনাভাইরাস। চিনেই থেমে নেই,ছাড়িয়েছে এখন গোটা বিশ্বে এই মহামারী। এই কঠিন পরিস্থিতেই  লন্ডনে বাজির শ্যুটিং সারছিলেন জিত-মিমিরা। কিন্তু পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। ভারতে করোনা মোকাবিলায় বদ্ধ পরিকর কেন্দ্র সরকার। তাই সোমবার কেন্দ্র নির্দেশিকা জারি করে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন,তুরস্ক, ব্রিটেন থেকে যাত্রীদের আসা নিষিদ্ধ করেছে। আগামীকাল অর্থাৎ ১৮ইমার্চ  থেকে ৩১ শে মার্চ  অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তারপর পরিস্থিতি পুর্নবিবেচনা করা হবে।

এই অবস্থা‌য় তড়িঘড়ি শ্যুটিং মাঝপথে থামিয়ে নির্দেশমত লন্ডন থেকে দেশে রওনা দিয়েছেন মিমি চক্রবর্তী, জিতরা। মঙ্গলবারই দেশে ফেরার কথা তাঁদের। বুধবার থেকে ভারতে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ৩৩টি  দেশ থেকে আসা যাত্রীদের উপর চলবে এই বিধিনিষেধ।

সোমবার গভীর রাতে প্রযোজক তথা বাজির হিরো জিত ইনস্টাগ্রাম বার্তায় জানান, একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। মহামারী করোনা বিশ্বজুড়ে মনুষ্যজাতির প্রাণ কেড়ে নিচ্ছে, এটা একটা সাংঘাতিক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তাই বাজির শ্যুটিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব পুরো কাস্ট এবং ক্রু দেশে ফিরছে।  খুব শীঘ্র এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ‌যাবে বলে আশাবাদী তিনি।

 

সোমবার রাতে ইনস্টাগ্রাম পোস্টে  নায়িকা মিমি চক্রবর্তী জানান ‌যতোটা সম্ভব সুরক্ষা নি‌য়ে শ্যুটিং চালাচ্ছেন তারা।বাকিংহামশায়ারের রাস্তা থেকে মিমি লেখেন, ‘আমরা সবাই ভালো আছি, এবং সুরক্ষিত থাকতে যা যা রাস্তা অবলম্বন করা যায় সবটাই করছি। আশা করি তোমরাও ভালো আছো। সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, অনেক ভালোবাসা’। একটি ভিডিয়ো বার্তাও ইনস্টাগ্রামে দেন নায়িকা।

জিত-মিমি ছাড়াও পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবির শ্যুটিংয়ে লন্ডনে হাজির ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু, অভিষেক চট্টোপাধ্যায়রা। দেশে ফেরার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ট্রাভেল অ্যাডভাইজারি অনুসারে প্রত্যেককেই কোয়ারেন্টাইনে যেতে হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube