স্বাস্থ্য দফতরে সাড়ে প্রায় সাতশো পদে লোক নিচ্ছে রাজ্য সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : পুজোর মুখে করোনাকালে বড়সড় কর্মসংস্থানের পথে হাঁটা দিল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতরে প্রায় সাড়ে সাতশো পদে নিয়োগ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যখন চতুর্দিকে চাকরি থেকে ছাঁটাইয়ের রব উঠেছে তখন রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়া নিঃসন্দেহে রাজ্যের চাকরিমুখী যুবক-যুবতিদের মুখে হাসি ফোটাতে চলেছে। বৃহস্পতিবার রাত্রে দুটি পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি হয়েছে দুটি পৃথক পদে নিয়োগের জন্য। সেই দুটি পদেরই মিলিত সংখ্যা প্রায় সাড়ে সাতশো।
 
যে দুটি পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা হল মেডিকেল টেকনোলজিস্টস(ওটি) এবং মেডিকেল টেকনোলজিস্টস(ক্রিটিক্যাল কেয়ার)। প্রথমটির জন্য রাজ্যের ৭৫টি সরকারি হাসপাতালে ৪৮৫টি স্থায়ী পদ তৈরি করা হয়েছে। চাকরির পরীক্ষায় উত্তীর্ন হয়েই সেখানে নিয়োগ পাওয়া যাবে। বেতন ও অনান্য সুযোগসুবিধা সম মানের ক্যাডারদের অনুযায়ীই হবে। দ্বিতীয়টির জন্য নেওয়া হবে ১৫৭জনকে। এই নিয়োগ অবশ্য চুক্তি ভিত্তিক। তাই কোনও চাকরির পরীক্ষা নেওয়া হবে না। মৌখিক সাক্ষাৎকার এবং উচ্চমাধ্যমিক ও ডিগ্রি লেবেলের নম্বরের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হবে। যারা ওই পদের জন্য আবেদন জানাবেন তাঁদের আবশ্যিক ভাবে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেখানে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার কম্বিনেশন থাকা চাই। এর পাশাপাশি রাজ্যের কোনও মেডিকেল কলেজ থেকে ২ বছরের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা বা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এই চুক্তিভিত্তি কর্মীদের জন্য মাসে ২০ হাজার টাকা বেতন ধার্য হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube