স্বামীর কাজে গর্বিত মিসেস ফানিবোনস

নিউজটাইম ওয়েবডেস্ক :  

প্রয়োজনের সময় ভারতবাসীর পাশে দাঁড়াতে সর্বদাই দেখা গেছে তাকে। মৃত সেনাদের বিধবাদের জন্য ফান্ড তৈরির ব্যবস্থা হোক বা নারী সুরক্ষা-সবকিছুর জন্য এগিয়ে আসেন খিলাড়ি কুমার। এবার করোনাভাইরাসের মতো মারণরোগের সঙ্গে যখন যুদ্ধ করছে গোটা দেশ, তখন ও উল্লেখযোগ্য ভাবে দেশের পাশে দাঁড়ালেন তিনি। শনিবার করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ২৫ কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেছেন অক্ষয় কুমার। অভিনেতার এই কাজের প্রশংসা করছেন তাঁর লাভার্স থেকে হেটার্স সকলেই।

 তাঁর এই সিদ্ধান্ত নিয়ে  অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্না জানালেন তাঁর মতামত।

টুইটারে নিজের প্রতিক্রিয়া হিসাবে তিনি বলেন, তাঁর স্বামীর এই সিদ্ধান্তে টুইঙ্কেল গর্বিত । তিনি যখন তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন যে সত্যিই কী ও এত বিপুল পরিমাণের অর্থ দান করতে চায়? কারণ এতটা পরিমাণ কাঁচা টাকা জোগাড় করতে হবে। এর উত্তরে অক্ষয় জানান-  যখন শুরু করেছিলেন তাঁর কাছে কিছু ছিল না, এখন এমন একটা জায়গায় থেকে, কেমনভাবে নিজেকে আটকে রাখা সম্ভব নয়। যাদের কাছে কিছু নেই তাদের জন্য কিছু করতে চান তিনি।

 

শনিবার অক্ষয় কুমার সাফ জানিয়ে দেন  মানুষের জীবন বাঁচানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ন। টুইট বার্তায় আক্কি লেখেন, এই সময় সবচেয়ে জরুরি মানুষের জীবন। আমাদের সবকিছু করা উচিত যা আমাদের পক্ষে সম্ভব। আমি আমার ব্যক্তিগত সঞ্চয় থেকে ২৫ কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা রিলিফ ফান্ডে দিচ্ছি।আসুন জীবন বাঁচাই, জান হ্যায় তো জাহান হ্যায়’। এছাড়াও একাধিক ভিডিয়ো বার্তায় মানুষকে ঘরের ভিতরে থাকার আর্জি জানিয়েছেন খিলাড়ি কুমার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube