স্বামীজির জন্মদিন উপলক্ষে ম্যারাথন দৌড়, জখম ৩৯ জন পড়ুয়া
2 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
।। শুভঙ্কর সিনহা ।।
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিধান নগরের বাঁশবাড়ি গ্রাম থেকে টাটা এসিতে করে ৩৯ জন স্কুল পড়ুয়া ম্যারাথন দৌড় কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য নকশালবাড়ি একটি অনুষ্ঠানে যান এবং সেখান থেকে অনুষ্ঠান শেষ করে পুনরায় বাড়ি ফেরার সময় হঠাৎ বিধান নগরের ভীম বারের সামনে একটি বাইক চালককে সাইড দেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে উল্টে যায়। যার ফলে টাটা এসি তে থাকা ৩৯ জন পড়ুয়া জখম হয় ।
পড়ুয়াদের গাড়ি,
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বিধাননগর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, পড়ুয়াদের তড়িঘড়ি বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য
কেন্দ্রে নিয়ে আসা হয় ।এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
৩৯ জন পড়ুয়াদের মধ্যে থেকে দুজনের মাথা ফেটে যাওয়ায় তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসার
পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে
,তবে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়ার বিধান নগর থানার পুলিশ।