স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। দেওয়া হল না কোনো রক্ষাকবচ । তবে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।

কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তাঁকে সিবিআই-জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে প্রথম বিষয়টি মেনশন করেন অভিষেকের আইনজীবী।সে দিন বেঞ্চ জানিয়েছিল, শুক্রবার মামলাটি শুনানি-তালিকায় থাকবে। সেই মতো আজ, এই মামলাটি শুনানির জন্যে উঠবে। তবে আজ এই মামলার শুনানি হবে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন আর এক অবকাশকালীন বেঞ্চে।ইতিমধ্যে অবশ্য তৃণমূল সাংসদকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার আগে জিজ্ঞাসাবাদ এড়াতে মামলা করায় কলকাতা হাইকোর্ট ২৫ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছিল অভিষেককে। সে নিয়ে শীর্ষ আদালত কী অবস্থান নেয়, তা-ও দেখার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube