
নিউজটাইম ওয়েবডেস্ক : ”শুধু এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধু হাতির মৃত্যু নিয়েই সরব হন।” নিজের গ্রেফতারের দাবি প্রসঙ্গে এদিন এমনটাই বললেন ক্ষুদ্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর।
শনিবার সারা দিন জুড়েই সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবি জানা নেটিজেনরা। ট্যুইটারে শুরু হয় নয়া ট্রেন্ডিং #ArrestSwaraBhaskar। কিন্তু হঠাৎ স্বারাকে গ্রেফতার করার জন্য কেন এমনভাবে উত্তাল হল নেট দুনিয়া? উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর অভিযোগে গত এপ্রিল মাসে ২১ মাসের অন্তঃসত্ত্বা তরুণী সফুরাকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই সেই অন্তঃসত্ত্বা তরুণীকে ছেড়ে দেওয়ার দাবি তোলেন নেটিজেনরা। একইসাথে স্বরা ভাস্করকে গ্রেফতার করা হোক বলে সুর চড়ান তাঁরা। এবিষয়ে প্রায় ২২ হাজারের বেশি ইউজার ট্যুইট করেন। তাঁদের মধ্যে এরকজন লেখেন, ”কেন স্বরাকে গ্রেফতার করা হবে না, তাঁর কারণ দেখান? কেউ আবার লিখেছেন ”দিল্লি হিংসার ঘটনায় স্বরা ভাস্করেরও সমান ভূমিকা রয়েছে।” এর পরেই ক্ষুদ্ধ হয়ে যান অভিনেত্রী। তিনিও একটি ট্যুইটে লেখেন ”এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধুমাত্র হাতির মৃত্যু ছাড়া অন্যকিছু নিয়ে মুখ খুলতে চান না।” উল্লেখ্য, সিএএ সহ এনআরসি, জামিয়া মিলিয়া, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যায় স্বরাকে। তাঁর সেই সমস্ত মন্তব্যের ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে আসায় অভিনেত্রার গ্রেফতারের দাবিতে সরব বয়েছেন নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023