স্বপ্নের ফাইনালে শুরুতেই বাংলার ব্যাটিং বিপর্যয়

নিউজটাইম ওয়েবডেস্ক : সন্দীপ সুর

বসন্তের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল।বৃহস্পতিবার থেকে  ইডেনে শুরু হল রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। মুখোমুখি বাংলা -সৌরাষ্ট্র। ৩৩বছর পর ঘরের মাঠে রঞ্জি ফাইনাল খেলতে নামল বঙ্গ ব্রিগেড।  ২ বছর আগে সৌরাষ্ট্রের কাছে বদলা নেওয়ার সুযোগ মনোজ অনুষটুপদের কাছে।।  ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করলেন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরন বন্দ্যোপাধ্যায়। রঞ্জি ফাইনালের জন্য দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে ইডেনে চারটি ব্লক।মাঠে সমর্থনের ডালি নিয়ে হাজির দর্শকরা। মন্ত্রী সুজিত বসু থেকে গায়ক জয় সরকার, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে দেখা গেল ভিআইপিদের।

টসে জিতে বোলিং এর সিধান্ত সৌরাষ্ট্র এর। বাংলা দলে দুটি পরিবর্তন করন লালের জায়গায় এলেন সুমন্ত গুপ্ত, প্রদীপ্ত প্রামানিক এর জায়গায় আকাশ ঘটক।।গ্রীন টপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল বাংলা। শুরুতেই ফিরলেন ঈশ্বরন, সুমন্ত। এর পর জয়দেব চেতন  সাকারিয়াদের আগুনে বোলিং এ প্যাভিলিয়নে ফিরলেন সুদীপ , মনোজরা। এমনকি আশা জাগিয়েও বাংলাকে  ভরসা দিতে পারলেন না অনুষটুপ, আকাশ ঘটক। লাঞ্চের আগেই ছয় উইকেট হারিয়ে রীতি মতো চাপে বাংলা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube