
নিউজটাইম ওয়েবডেস্ক : সন্দীপ সুর
বসন্তের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল।বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু হল রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। মুখোমুখি বাংলা -সৌরাষ্ট্র। ৩৩বছর পর ঘরের মাঠে রঞ্জি ফাইনাল খেলতে নামল বঙ্গ ব্রিগেড। ২ বছর আগে সৌরাষ্ট্রের কাছে বদলা নেওয়ার সুযোগ মনোজ অনুষটুপদের কাছে।। ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করলেন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরন বন্দ্যোপাধ্যায়। রঞ্জি ফাইনালের জন্য দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে ইডেনে চারটি ব্লক।মাঠে সমর্থনের ডালি নিয়ে হাজির দর্শকরা। মন্ত্রী সুজিত বসু থেকে গায়ক জয় সরকার, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে দেখা গেল ভিআইপিদের।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023