
নিউজটাইম ওয়েবডেস্ক : সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় অনুকূল ধারা ওরফে ‘রাজকুমারী কোকো’। তাঁর বানানো ভিডিও মানেই ভাইরাল। অনেকে তাঁকে ফ্যাশন আইকন বলে মনে করেন। মেক আপের টিউটোরিয়াল দিয়ে থাকেন মাঝেমধ্যে, আবার কখনও তাঁর মডেলিং’এর ছবি দিয়ে থাকেন।
নিজের স্টাইল স্টেটমেন্ট প্রকাশ করে থাকেন অবাধভাবে। জন্মগতভাবে তিনি পুরুষ। তাই পুরুষসুলভ দাঁড়ি-গোঁফ পেয়েছেন জন্মগতভাবেই। কিন্তু তাঁর মন গড়ে উঠেছে অন্যভবে। ভেতরের সেই নারীকেও নিজে মতোই প্রকাশ করে থাকেন ‘রাজকুমারী কোকো’। কিন্তু তা বলে নিজের পুরুষালী পরিচয় লুকিয়ে রাখেন না তিনি। মাঝেমধ্যেই তিনি শাড়ি কিংবা লেহেঙ্গায় ছবি দিয়ে থাকেন। ছবিগুলিতে লক্ষণীয় তাঁর জন্মগত পরিচয় লোকাতে গোঁফ-দাঁড়ি কেটে ফেলেন না। বরং সেইসব সঙ্গে নিয়েই তাঁর দ্বৈত সত্ত্বা প্রকাশ করে থাকেন স্বচ্ছন্দে। আজ সকাল এক জনপ্রিয় ব্র্যাণ্ড তাঁদের পোশাকে ‘রাজকুমারী কোকো’র বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। লাস্যময়ী ‘কোকো’কে দেখে খুশি তাঁর ভক্তরা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023