স্থিতিশীল শারীরিক অবস্থা, করোনা টেস্ট করা হল অরবিন্দ কেজরিবালের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যেভাবে কোপ বসিয়েছে সারা দেশে, তাতে আতঙ্ক না করে যেন কোন উপায় নেই। দিল্লিতে ইতিমধ্যেই হুহু করে বেড়ে চলেছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। তাঁর মধ্যে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরে মিলে করোনার উপসর্গ। জ্বর ও গলাব্যথা নিয়ে রবিবারই তিনি সেল্ফ আইসোলেশনে যান। ইতিমধ্যেই তাঁর কোভিড পরীক্ষা হয়েছে। মঙ্গলবার রাত কিংবা বুধবার সকালেই হাতে পাওয়া যাবে সেই রিপোর্ট। তার পরেই সমস্ত সন্দেহের অবসান ঙটবে বলেই দাবি চিকিৎসকদের। তবে সুত্রের খবর, বর্তমানে অনেকখানি স্থিতিশীল কেজরিওয়ালের শারীরিক অবস্থা। 

রবিবার নিজের শারীরিক অবস্থা সংকটজনক হলেও সেল্ফ আইসোলেশন থেকেই এদিন রাতে ক ভিডিয়ো কনফারেন্সেও যোগ দেন তিনি। কনফারেন্সে তিনি শুধুমাত্র দিল্লিবাসীদের ভর্তি নেওয়ার জন্যই সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দেন। তবে এই ভিডিও কনফারেন্স ছাড়া পূর্বনির্ধারিত সমস্ত বৈঠকই বাচিল করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমনকি রবিবার দুপুরের পর থেকে তিনি কারও সাথে দেখাও করেননি বলে এদিন সংবাদ সংস্থা পিটিআই সুত্রে জানা গিয়েছে।

এদিন একটি ট্যুইট করে অরবিন্দ কেজরিওয়ালের দ্রুত আরোগ্য কামনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানতে পেরেছি কেজরিজি অসুস্থ। উনি সেলফ কোয়ারানটিনে রয়েছেন। জ্বরের সঙ্গে গলাব্যথার উপসর্গ দেখা দিয়েছে। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আশারাখি, দ্রুত জনসেবার কাজে ফিরে আসতে পারবেন।’ 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube