স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

‘প্যায়ার কিয়া তো ডারনা ক্যায়া’ ! ভালবেসে জীবন দেওয়ার গল্প তো প্রচুর আছে, তবে প্রাণ কেড়ে নেওয়ার গল্প তুলনায় কম । কিন্তু এই গল্প প্রাণ কেড়ে, নিজের প্রাণও শেষ করার ।

নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া কুটির পাড়ার ঘটনা । পারিবারিক অশান্তির জেরে স্বামী প্রথমে স্ত্রীর গলা কেটে খুন করে, পরে নিজেই রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন । মৃত স্বামী জয়ন্ত সর্দারের বয়স ৩৬ বছর আর স্ত্রী দিপালী সর্দার ৩০ বছর বয়সী ।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বিয়ের আগে দীর্ঘ ১১ বছর প্রেমের সম্পর্ক ছিল দু’জনের । পরে প্রেম গড়িয়েছিল বিয়েতে । কিন্তু বিয়ে করেও ছিল না শান্তি । পরিবারের সঙ্গে বনিবনা হতো না, প্রায় সই দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত । আর শুক্রবার রাতে সেই অশান্তি ওঠে চরমে ।

আর অশান্তির চোটে মাথা ঠিক রাখতে না পেরেই হল প্রাণনাশ । রাতে জয়ন্ত তাঁর স্ত্রী দিপালীকে মাঠে ডেকে সেইখানেই হাত-পা বেঁধে গলার নলি কেটে খুন করে । কিন্তু ভালবাসার মানুষকে মানুষকে ‘খুন’ করে কী ভালো থাকা যায়? স্ত্রীকে খুন করার পরেই জয়ন্ত মাজদিয়া রেল স্টেশনে গিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন । ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে এবং রানাঘাট জিআরপির পুলিশ গিয়ে জয়ন্ত দেহ উদ্ধার করে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা এলাকা থমথমে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube