
নিউজটাইম ওয়েবডেস্ক : স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরেই স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা। ঘটনায় মৃত্যু হল মহিলার। মৃতার নাম অনিতা দাস। এদিকে ঘটনার পরই মৃতার স্বামীকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার অধীন আশিঘর ফাঁড়ির পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝাবাড়ির বাসিন্দা। পেশায় দিনমজুর। অন্যান্য দিনের মতো বুধবার কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা৷ তবে পূর্ব চয়ন পাড়া এলাকায় পৌঁছোতেই তাদের মধ্যে অশান্তি লক্ষ্য করা যায়। স্থানীয় সূত্রে খবর সেসময় আচমকাই অজিত দাস তার স্ত্রীর ওপর ইট দিয়ে আঘাত করেন একাধিক বার। ঘটনায় গুরুতর জখম হন ওই মহিলা। দ্রুত তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পর মৃতার স্বামী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও শেষ অবধি পুলিশের জালে ধরা পড়ে সে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023