
নিউজটাইম ওয়েবডেস্ক : পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ ই আগস্টের পরে ভারতের স্কুল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। বিবিসি হিন্দিতে সাক্ষাত্্কার দেওয়ার সময় তিনি বলেন, “পরিস্থিতি যদি অনুকূল হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দেয় তবে আমরা আগস্টে স্কুল কলেজে পঠপাঠন শুরু হবে। তবে আপাতত, ১৫ ই আগস্টের পরে স্কুলগুলি খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
প্রসঙ্গত, করোনা ভাইরাসের জেরে ২৩ শে মার্চ দেশে লকডাউন জারি হওয়ার সময়কাল থেকে স্কুল-কলেজগুলিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সাক্ষাত্কার চলাকালীন মন্ত্রী বলেন, ১৫ ই আগস্টের আগে সিবিএসই পরীক্ষার ফলাফল আশা করা যায়, এরপরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। সিবিএসই বোর্ডের পরীক্ষা ১ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে, আর আইসিএসই / আইএসসি অনুষ্ঠিত হবে ১ থেকে ১২ জুলাই। গত মাসে, এক ওয়েবিনারে মন্ত্রী বলেছিলেন, স্কুলে শিক্ষার্থীদের বসার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, সময় বদল করে একদিন অন্তর এবং প্রতিটি শ্রেণিকে আরও ভিন্ন বিভাগে ভাগ করে স্কুল চালু করতে হবে হবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। সম্প্রতি এনসিইআরটি এই পদ্ধতিগুলি নিয়ে কাজ করছে। স্কুল খোলার জন্য এনসিইআরটি একের পর এক নতুন পদ্ধতি অনুসন্ধান করছে। অন্যদিকে ইউজিসি আসন্ন শিক্ষাবর্ষের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন পদ্ধতি অবলম্বন করছে। স্কুলগুলিতে স্যানিটাইজেশন, স্বাস্থ্যবিধি বজায় রাখতে একটি টাস্কফোর্স তৈরি করা হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022