স্কুলে ক্লাস চলাকালীন বন্দুকবাজ! উদ্ধার ৭এমএম পিস্তল

গতকাল মালদা থানার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ক্লাস চলাকালীন ক্লাসরুমে হানা দেয় এক বন্দুকধারী , সাথে ছিল এক বোতল অ্যাসিডও । এরপর তাকে গ্রেফতার করে স্কুল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ । পুলিশি জেরায় বন্দুকবাজের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি কার্তুজ, দুটি চাকু ও দুটি পেট্রল বোম।

যে ৭এমএম পিস্তল পাওয়া গেছে তা বিহার ঝাড়খন্ড থেকে নিয়ে আসা হয়েছে জানালেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি আরও বলেন “দেব বল্লভ তার পরিবার নিয়ে সমস্যায় আছে। তার জন্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। তার যে সমস্যা তা মিডিয়ার কাছে বলাই ছিল তার মূল লক্ষ।যার জন্য আমরা অনেকটাই সময় পেয়েছি তাকে ধরার জন্য”।

একদিকে যখন কালিয়াগঞ্জে পুলিশকে নির্মম ভাবে মারছে বিক্ষোভকারীরা অপর দিকে নিজের জীবনের ঝুকি নিয়ে স্কুলের ক্লাস ঘরে ঢুকে থাকা বন্দুক বাজকে ধরলো পুলিশ । একেবারে ফিল্মি কয়দায় সাধারন পোশাকে রিপোর্টার সেজে বন্দুক বাজকে পাকরাও করলো ডিএসপি ডিএনটি আজাহারউদ্দিন খান। পশ্চিমবাংলার পুলিশের দুই দিক এই দু’টি ঘটনা থেকে স্পষ্ট ।

কিন্তু এমন অবস্থায় প্রশ্ন থেকেই যাচ্ছে একজন সাধারণ মানুষের কাছে কীভাবে এল আগ্নেয়াস্ত্র? তাহলে পশ্চিমবঙ্গে এটাই কী জলভাত?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube