
নিউজটাইম ওয়েবডেস্ক : স্কুলে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের মুখে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এরই জেরে চলে ধস্তাধস্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাট থানার কড়ামনুরাজ হাই স্কুলে। বিক্ষোভকারীদের অভিযোগ,সরকার নির্ধারিত ভর্তি ফী- এর থেকে বেশি টাকা ছাত্র-ছাত্রীদের থেকে আদায় করছে স্কুল কর্তৃপক্ষ। এরই জেরে গত মঙ্গলবার এসএফআইয়ের পক্ষ থেকে স্কুলে একটি ডেপুটেশন ও জমা করা হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায়।
বুধবার স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক অভিভাবিকারা। পরে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবক অভিভাবিকা দের আলোচনা শুরু হলে সেখানেই শুরু হয় হট্টগোল। উভয়পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, অনৈতিকভাবে স্কুলের ফি বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত সরকার নির্ধারিত ভর্তি ফী না নেবে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে স্কুলের ভর্তি ফি বৃদ্ধি নিয়ে কোন সদুত্তর জানাতে পারেন নি স্কুল কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023