
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রদীপ সরকার ।।
স্কুলে নিয়মিত আসেন না শিক্ষক, তার জায়গায় প্রক্সি দিচ্ছেন পরিবারের লোকেরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ডুয়ার্সের গয়েরকাটা এলাকায়। যখন শিক্ষক নিয়োগ নিয়ে সাঁড়াশি চাপে রাজ্য সরকার। বেহাল শিক্ষা ব্যবস্থার ছবি বারবার উঠে আসছে, তখন ডুয়ার্সের পূর্ব গয়েরকাটা এলাকা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে এমনি বেনিয়মের ছবি ধরা পরলো। বেশ কয়েক মাস ধরে স্কুলে আসছেন না দু জন শিক্ষক।মনি পাল বোস প্যারা টিচার তার জায়গায় প্রক্সি দিচ্ছেন তার ছেলে প্রীতম বোস এবং সুদীপ্ত কুমার দে তার জায়গায় পক্সী দিচ্ছে বোন রূপা দে এই ভাবেই চলছে স্কুল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও একটি শিক্ষা সংক্রান্ত ঘটনা যা নিয়ে রীতিমত রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিতর্কে শিক্ষা দফতরের ভূমিকা । স্কুলের স্থায়ী এবং অস্থায়ী শিক্ষকের জায়গায় প্রক্সি দিচ্ছেন পরিবারের লোকেরা। যাদের বেতন নিয়ে স্কুলে শিক্ষা দান করার কথা তারা বাড়িতে! এহেন ঘটনায় হতবাক বুদ্ধিজীবীরা। আদৌ কি শিক্ষা প্রতিষ্ঠানে এমনটা করা যায়? বড় প্রশ্ন উঠছে শিক্ষা দফতরের ভূমিকা নিয়ে। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। যেখানে শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী একজনের জায়গা আরেক জন প্রক্সি দিতে পারেন না। তাহলে কি করে মাসের পর মাস এভাবে দুই ব্যাক্তি দুই শিক্ষকের অনুপস্থিতির সুযোগে পক্সি দিচ্ছেন এবং বেতন ও গুনছেন । কোথায় তারা? কি কারণে তাদের অনুপস্থিতির অনুমতি দিল স্কুল কতৃপক্ষ। প্রশ্ন উঠছে স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও। এই ঘটনার অভিযোগে শুক্রবার দুপুরে স্কুলে সংবাদ মাধ্যম পৌঁছেলে রীতিমত তেড়ে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা। যদিও সংবাদ মাধ্যম পিছিয়ে আসেনি সেখান থেকে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023