সৌরভ গাঙ্গুলির বায়োপিকে নাম ভূমিকায় রনবীর কাপুর

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় ক্রিকেটের অন্যতম মুখ সৌরভ গাঙ্গুলি।সফল অধিনায়ক তিনি, একই সঙ্গে প্রশাসকের ভুমিকাও পালন করেছেন।তাঁকে নিয়ে বাংলা এবং বাংলার বাইরের মানুষ আগ্রহী। বাংলার দাদার বায়োপিক হবে, সেই চর্চা চলছিল বহুদিন ধরেই। কিন্তু ‘দাদা’র চরিত্রে কাকে দেখা যাবে তা জানা যায়নি। মনের মাধুরি মিশিয়ে অনেকেই কল্পনা করার চেষ্টা করেছেন গাঙ্গুলির চরিত্রে কাকে বেশি মানাবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।

রেভ স্পোর্টস একটি প্রতিবেদনে জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে রনবীর কাপুরকে। আরও জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি কলকাতা আসবে রনবীর কাপুর। কলকাতা সৌরভ গাঙ্গুলির বেড়ে ওঠার জায়গা। তাঁর প্রতিষ্ঠিত হওয়ার জার্নি লুকিয়ে রয়েছে এই কলকাতাতেই। তাই কলকাতায় সৌরভ গাঙ্গুলি বিজড়িত স্থানগুলি ঘুরে দেখবেন নায়ক। আসবেন দাদার বাড়ি, ইদেন গার্ডেন। ঘুরে দেখবেন বড়িশা ক্লাব, মোহনবাগান।

কলকাতা সহ সারা দেশে জনপ্রিয় নাম সৌরভ গাঙ্গুলি।বর্ণময় জীবন তাঁর। ক্রিকেটার হয়ে ওঠার যাত্রা অনুপ্রেরণা জাগায়। কখনও পরিশ্রমে ভর করে তড়তড় করে এগিয়ে গিয়েছেন সাফল্যের দিকে। খুব আনন্দে জামা খুলে উড়িয়েছেন লর্ডসে। কখনও ব্যাটের জোরে ‘বল’ বাপিকে বাড়ি পাঠিয়েছেন। ঘাত-প্রতিঘাত এসেছে তাঁর জীবনে। ক্রিকেটারের যাত্রায় সাপ লুডো খেলার মত নেমে এসেছেন সাপের লেজে। আবারও এক এক করে দান দিয়ে এগিয়ে গিয়েছেন। সাপের মুখ বাঁচিয়ে প্রত্যাবর্তন করেছেন খেলায়। সব মিলিয়ে দাদার চরিত্রে কতটা যথাযথ নির্বাচন রনবীর, জানা যাবে ছবি মুক্তি পেলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube