
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপ জয়ের ১ মাসের মধ্যেই আবারও এশিয়াতে এলেন মেসি। তবে এবার দেশ নয়, ক্লাবের হয়ে খেলতে। বৃহস্পতিবার রাতে সৌদি অল স্টারের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নামছে পিএসজি। বুধবার দোহা বিমান বন্দরে নামেন মেসি-এমবাপে হাকিমিরা। সেখান থেকে রিয়াদে পৌঁছায় প্যারিসের দলটি। কিং ফাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মেসি বনাম রোনাল্ডো ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মধ্যপ্রাচ্যে দলের হয়ে এই ম্যাচেই অভিষেক হবে সিআরসেভেনর। ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে। সৌদির এক রিয়েল এস্টেট ব্যবসায়ী ২.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ম্যাচের টিকিট কিনেছেন।
সৌদি অলস্টারের ম্যাচ খেলতে মধ্যপ্রাচ্যে এসেছে পিএসজি দল। কয়েক মাসের ব্যবধানে আবারও এশিয়াতে আসতে পারেন মেসি। আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসতে পারে আর্জেন্টিনা দল। ঢাকাতে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারে স্কালোনির দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বার্তা অনেকদূর এগিয়েছে বিশ্বকাপজয়ী দলের। তবে শর্ত নিয়ে এখন অলোচনা চলছে। তবে কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবেন মেসি-জুলিয়ান আলভারেজরা তা এখনও চূড়ান্ত নয়। এর আগেও বাংলাদেশে প্রদর্শনী ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023