নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ দোলযাত্রা। এই বিশেষ রঙিন দিনে, রঙিন হয়ে উঠেছেন সকলেই। অভিনেত্রীরাও আজ মেক আপ, ত্বকের তোয়াক্কা না করে রঙের খেলায় মেতেছেন। রঙিন সেই মুহূর্তও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। কে, কেমন দোল খেললেন, দেখে নিন এক ঝলকে।
অভিনেত্রী সোহিনী সরকার। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে
অন্যতম। ভক্তেরা রীতিমতো ক্রাশ খায় তাঁর উপর। সোহিনী এই রঙিন দিনে একেবারে বাঙালি সাজে
সেজেছেন। হলুদ রঙের হালকা কটন শাড়ির সঙ্গে রঙিন প্রিন্টের ব্লাউজ পড়েছেন। রং মেখেছেন
মনের মতো। চোখে সানগ্লাস ও হাতে মুখোশ নিয়ে ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে।
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও রঙের খেলায় মেতেছেন আজ। দিদি
চিত্রাঙ্গদা ও জামাইবাবুর সঙ্গে রং খেলেছেন। সাদা চুড়িদারের সঙ্গে রঙিন ওড়না পরেছিলেন।
ক্যাপশনে লিখেছেন, ‘কিছুটা দোল, কিছুটা হোলি’। সব মিলিয়ে তাঁর দোল যে ভালোই কেটেছে
তা ছবি থেকেই স্পষ্ট।
অভিনেত্রী ইশা সাহাও, দোলের আনন্দে ছবি ভাগ করেছেন সামাজিক
মাধ্যমে। তবে রং মাখেননি তিনি। হালকা হলুদ চিকন কারি কুর্তি পরে ছবি দিয়েছেন ইশা। তবে
চমক রয়েছে তাঁর ক্যাপশনে। ছবি শেয়ার করে ররিকতা করে লিখেছেন, ‘আগে বলো আজ দোল উইশ করব
না হোলি?’
রঙের খেলায় মেতেছেন অভিনেত্রী মধুমিতা সরকারও। সাদা পোশাকে
পরেছিলেন মধুমিতা। থালায় সাজিয়েছেন রং। সেই রং মনের আনন্দে উড়িয়েছেন আকাশে। সেই ভিডিও
ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।