সামাজিক মাধ্যমের ক্ষমতা, পৌলমীকে ডেকে পাঠালেন IFA

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।

আর্থিক অনটনে ছেড়ে দিয়েছিলেন স্বপ্নের হাত। আবারও সেই স্বপ্নের হাত ধরে ময়দানে ফিরে যাওয়ার সুযোগ এলো পৌলমীর কাছে। বিগত কয়েক দিনে সোশাল মিডিয়ার দৌলতে পৌলমী অধিকারীরকে অনেকেই চিনে গিয়েছেন। শুনেছেন তাঁর জীবন সংগ্রামের কথা। আধ পাওয়া স্বপ্নের কথা। সামাজিক মাধ্যমে তাঁর ভাইরাল হওয়া, আবারও পৌলমীকে স্বপ্ন পূরণের সিঁড়িতে দাঁড় করিয়েছে।

ভারতের হয়ে আন্তর্জাতিক মহিলা ফুটবলার হিসেবে খেলেছেন পৌলমী। জার্মানি, শ্রীলঙ্কা, লন্ডনের মাঠে জালে বল জড়ানোর খেলায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।ইচ্ছে ছিল স্বপ্নের ময়দানে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার। কিন্তু আর্থিক অনটনে, স্বপ্নের দৌড়ে ছন্দপতন। স্বপ্ন ছেড়ে, পরিবারের দ্বায়িত্ব নিতে, অন্ন সংস্থান করতে জোম্যাটোর ডেলিভারি গার্ল এর জীবিকা বেছে নিতে হয় পৌলমীকে। কিন্তু সামাজিক মাধ্যমে তাঁর ভাইরাল ভিডিও, রাতারাতি তাঁর মেঘে ঢাকা স্বপ্নের আকাশের এক কোণায় সূর্যরশ্মি হয়ে উঠল।

ভাইরাল সেই ভিডিও দেখে IFA অর্থাৎ ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ফোন এলো পৌলমীর কাছে। আগামী শুক্রবার পৌলমীকে ডেকে পাঠানো হয়েছে IFA’র দফতরে। পৌলমী সেখান যেতে পারেন।কিন্তু ঘাত প্রতিঘাতে স্বপ্ন ভুলে থাকা বছর ২৪ এর পৌলমী, সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন। IFA’র হাত ধরে না পাওয়া স্বপ্ন পূরনের অবকাশ পাবেন কী পৌলমী? আবারও কী তাঁর পদক্ষেপে ‘গোওওল’ চিৎকারে ফেটে পড়বে গ্যালারি? তা সময় বলবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube