
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রতিশ্রুতি মতো আমেরিকা থেকে আগামী সোমবার (১৫ জুন) ভারতে আসছে ভেন্টিলেটর। প্রথম দফায় ১০০ টি ভেন্টিলেটর নিয়ে শিকাগো থেকে আসবে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
করোনাভাইরাস মোকাবিলায় সবমিলিয়ে ভারতকে ২০০ টি ভেন্টিলেটর দান করছে আমেরিকা। মার্কিন সংস্থা জোলের তৈরি সেই ভেন্টিলেটরগুলি গত মাসে আসার কথা থাকলেও তা পিছিয়ে যায়। শেষপর্যন্ত সোমবার সেগুলি ভারতে আসবে। যা করোনা রোগীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে মত সংশ্লিষ্ট মহলের। এক আধিকারিক বলেন, ‘ভেন্টিলেটরগুলি ভারতে পৌঁছানোর পর রেড ক্রস সোসাইটির একটি ছোটো অনুষ্ঠান হবে, তারপর রোগীদের সেবার জন্য সেগুলি হাসপাতালগুলির মধ্যে বণ্টন করা হবে।’ উল্লেখ্য, গত ১৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা। একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা পারস্পরিক সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’ ভারতের তরফে ভেন্টিলেটর চাওয়া না হলেও সেই ঘোষণায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মহামারীর বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। এরকম সময়ে সব দেশের একসঙ্গে কাজ করাটা সর্বদা গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বকে স্বাস্থ্যকর ও করোনা-মুক্ত করার জন্য যতটা করা সম্ভব ততটা করা। ভারত ও আমেরিকার বন্ধুত্বের আরও দৃঢ় হোক।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022