সোমবার আরিয়ানের সাথে দেখা করতে ‌যাবেন শাহরুখ পত্নী গৌরী

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার ছেলে আরিয়ান খানের সাথে সাক্ষাতে ‌যাবেন শাহরুখ পত্নী গৌরী খান। সূত্রের খবর সোমবার বিকেলের দিকে ‌যাবেন তিনি। আগামীকাল বম্বে হাইকোর্টে শুনানি হবে আরিয়ানের জামিনের আর্জির। তার আগে দেখা করতে চান মা। প্রসঙ্গত, আজই শাহরুখ গৌরীর ৩০তম বিবাহবার্ষিকী। তবে এবারে পরিবারের এই কঠিন সময়ে মন্নতে নেই কোনোরকম উৎসব, উদজাপন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছেলের সাথে দেখা করতে ‌যান খোদ শাহরুখ খান। মিনিট কড়ি কথা হয় আববা-ছেলের। সূত্রের খবর, ভেতরে প্রবেশ করার সময় আর পাঁচজন পরিজনের মতই নিজের আধার কার্ড ও অন্যান্য নথী দেখিয়ে প্রবেশ করতে হয় ভেতরে। কথা বলার সময় দুজনের মধ্যে ছিল লোহার গরাদ ও কাঁচ, তাই কথা বলতে হয় ইন্টারকমে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube