
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে গতকাল মধ্যরাতে জানানো হয়, ৩০শে মার্চ ভারতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল ২২৭। বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা ১৩৪৭। মৃতের সংখ্যা ৪৪। যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্ত বাড়ার হার সবথেকে বেসি।
তেলেঙ্গানার ৬ জন বাসিন্দা ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি ধর্মিয় সমাবেশে যান। এঁরা প্রত্যেকেই করোনা আক্রান্ত হন এবং এই ৬ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এঁরা সকলে আর কোন ব্যক্তের সংস্পর্শে এসেছিল তার খোঁজ চলছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022