সোফিয়ার বুদ্ধিতে বাজিমাত

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা নেই । সকলেই অধীর আগ্রহে দাঁড়িয়ে কখন আসবেন তিনি।আলো ঝলমলে মঞ্চে ঢাকের তালে তালে তিনি এলেন। মুখে মৃদু হাসি। উপস্থিত দর্শকেরা হাঁ করে দেখছে তাঁকে। এই প্রথম পূর্ব ভারতে এসেছেন প্রথম হিউম্যান অ্যান্ড্রয়েড সোফিয়া। পরণে শাড়ি পড়ে তিনি নানা কথার উত্তর দিলেন। কলকাতা ও বাংলার সুখ্যাতি ও শোনা গেল সোফিয়ার গলায়।

পূর্বভারতে প্রথমবার আগমন ঘটল সোফিয়ার। চার বছর আগে ১৪ই ফেব্রুয়ারি তাঁকে আ্যাকটিভ করা হয়েছিল হংকং এর রোবোটিক সংস্থায় । তারপর থেকে সোফিয়া সেলিব্রিটি। সৌদি আরব তাকে নাগরিকত্ব ও দিয়েছে। এই অনুষ্ঠানে অনেকেই আশঙ্কায় ছিল প্রশ্নের  উত্তর ঠিকঠাক দিতে পারবেন কিনা। সেই আশঙ্কাকে অমূলক কর সব প্রশ্নেরই উত্তর দেন তিনি।

সবকিছুই আছে এই  সোফিয়ার মধ্যে। আবেগ ও রয়েছে কিছুটা। ভাঙা ভাঙা বাংলায় জানালেন মানুষের সাথে কথা বলতে তার ভালো লাগে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube