
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবারের পর ফের সোমবারও জম্মু-কাশ্মীরের সেনা-জঙ্গি সংঘর্ষ। এদিন ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে চার জঙ্গিকে নিকেশ করে সেনা। সংঘর্ষে জখম হয়েছেন দুই জওয়ান। এই নিয়ে গত ২৪ ঘন্টায় দু’টি এনকাউন্টারের ঘটনায় নিহত হয় ন’জন জঙ্গি। নিহতদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখা হচ্ছে, আপাতত সংঘর্ষের ইতি হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের শীর্ষ পুলিশ কর্তা।
* রবিবার সোপিয়ানের রেবান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ৫ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।* নিহত জঙ্গিদের একজন হিজবুল মুজাহিদ্দিনের শীর্ষ কমান্ডার বলে শনাক্ত করা হয়েছে।
* বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।
* সম্প্রতি হিজবুল কমান্ডার নাইকু ও জইশ-ই-মহম্মদের “ফৌজি ভাইকে” খতম করে সেনা।
* পুলিশ রেকর্ড অনুযায়ী বুধবার পর্যন্ত প্রায় ৭৫ জন জঙ্গি নিকেশ হয়েছে। সোপিয়ানে সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। নির্দিষ্ট সূত্রে এই খবর পেয়ে সোমবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার পিনজোরা অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি করার সময়েই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যোগ্য জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনীও। এতেই খতম হয়েছে চার জঙ্গি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022