
নিউজটাইম ওয়েবডেস্ক : নির্বাসনের মুখে পড়লেন এশিয়ান গেমসে সোনা জয়ী দ্যুতি চাঁদ। নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগে আপতকালীন নির্বাসন হল দ্যুতি চাঁদের। তার এ নমুনা পজেটিভ হওয়ার পরই নির্বাসনের সিদ্ধান্ত নেয় নাডা। গত পাঁচই ডিসেম্বর তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ বছর বয়সি এই স্প্রিন্টার যে ওষুধগুলি নেয় সবই শক্তি বর্ধক।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023