
।। স্বর্ণালী মান্না ।।
বুধবার সন্ধ্যেবেলা ব্যারাকপুরের আনন্দপুরীতে চলল গুলি । ডাকাতির উদ্দেশ্যে কিছু দুষ্কৃতীরা সোনার দোকানে আসে । উদ্দেশ্য সফল না হওয়ায় গুলি চালাতে থাকে তারা । আহত হন বেশ কিছু কর্মচারী ও মারা যান সোনার দোকানের মালিকের ছেলে ।
বুধবার সন্ধ্যেবেলা ব্যারাকপুরের ১৪ নম্বর রেলগেটের সামনে সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ঘটনাটি ঘটে । এই ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ । সূত্রের খবর, ডাকাতি করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতীরা এই দোকানে হানা দেয় । তাঁদেরকে বাধা দেয় সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি । সেই সময় তাঁকে গুলি করে দুষ্কৃতীরা । গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হসপাতালে ভর্তি করানো হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । গুলিবিদ্ধ হয়েছেন খোদ দোকানের মালিক সহ আরও কিছু কর্মচারী ।
সূত্রের দাবি অনুযায়ী, ঘটনাকালে দোকানে ছিলেন দোকানের মালিক ও তাঁর ছেলে সহ আরও দুই কর্মচারী । প্রথমে, ক্রেতা সেজে দোকানে ঢুকে গয়না দেখতে চায় দুষ্কৃতীরা । এরপর, তাঁরা কর্তৃপক্ষকে গয়নাগুলি তাঁদেরকে দিয়ে দেওয়ার জন্য জোর করে । তাঁদেরকে বাধা দেওয়া হলে, বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ।
প্রায় ১৬ ঘন্টা পার হয়ে গেলেও, এখনও অধরা দুষ্কৃতীরা । ব্যারাকপুরের মতো এক জনবহুল এলাকায়, ভর সন্ধ্যেবেলা এমন এক চাঞ্চল্যকর ঘটনা স্বাভাবিকভাবেই স্থানীয়দের মনে নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করছে ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023