
নিউজটাইম ওয়েবডেস্ক : সাতসকালে আচমকাই আগুন সোনারপুর লোকালে। শিয়ালদা থেকে ওই ট্রেনটি সোনারপুরের উদ্দেশ্যে রওনা দোওয়ার পর যখন পার্ক সার্কাসে পৌঁছায় তখন হঠাৎ করেই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়। পুরো কামরা ধোঁয়ায় ভরে যাওয়ায় যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বুধবার সকাল ৮.২২-এ শিয়ালদা থেকে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ট্রেনটি পার্ক সার্কাস স্টেশনে ঢোকার ঠিক আগের মুহূর্তে ট্রেনের প্রথম কামরা থেকে প্রচুর পরিমানে ধোঁয়া বেরতে দেখা যায়।আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কোনভাবে ট্রেনটি যখন পার্ক সার্কাস স্টেশনে পৌঁছায় যাত্রীরা হুড়মুড় করে ট্রেন থেকে নেমে পড়েন। পুরো ট্রেনটি খালি করে দেওয়া হয়। প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে থাকের পর পরীক্ষার জন্য ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় বালিগঞ্জে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। কী সমস্যা হয়েছিল, কেনই বা হঠাৎ করে ধোঁয়া বেরল, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পার্ক সার্কাস স্টেশনে সোনারপুর লোকালটি বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকায় ডাউন লাইনে কিছুক্ষণের জন্য ব্যহত হয় ট্রেন চলাচল।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023