সেলস গার্লের ভূমিকায় স্বস্তিকা, প্রকাশ্যে ‘গুলদস্তা’র লুক টেস্টের ছবি

নিউজটাইম ওয়েবডেস্ক : একেবারে ভিন্ন লুক। গুলদস্তার লুকে ‌যেন সকলকে একপ্রকার চলকে দিলেন স্বস্তিকা। ইতিমধ্যেই প্রাকাশ্যে এসেছে তাঁর লুক টেস্টের একটি ছবি। সেখানে দেখা ‌যাচ্ছে অভিনেত্রীর পরনে একটি সিন্থেটিক শাড়ি, হাতে কাঁচের চুড়ি এবং তাঁর খোপা করা চুলে ধরেছে পাক। মূলত তিনজন নারীর গল্প তুলে ধরা হবে অর্জুন দত্ত পরিচালিত এই ছবিতে।

ছবিতে রাজস্তানি নারী ডলি বাগরির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। প্রকাশিত ছবিতে দেখা ‌যাচ্ছে স্বস্তিকা হাতে একটি ঝোলা নিয়ে রয়েছেন। তা দেখে কিছুটা হলেও তাঁর চরিত্র সম্পর্কে ধারনা করা ‌যাচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, ছবিতে সদা হাস্যময়ী এক সেলসগার্লের চরিত্রে এবার দর্শকদের নজর কাড়তে চলেছেন স্বস্তিকা।

গুলদস্তার অপর দুই নারী চরিত্রের ভূমিকায় দেখা ‌যাবে অর্পিতা চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়কে। অর্পিতাকে এই ছবিতে দেখা ‌যাবে এক আপার মিডিলক্লাস হাউজ ওয়াইফের ভূমিকায়। তাঁর স্বামী অর্ণবের চরিত্রে  থাকছেন ইশান মজুমদারকে। ‌যদিও অর্পিতার সাথে এবার তিনি প্রথম জুটি বাঁধলেন।

অন্যদিকে দেবযানী চট্টোপাধ্যায়কেও দেখা ‌যাবে এক সাধারণ গৃহবধূর ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় থাকছেন অভিজিৎ গুহ।  অনুভব কাঞ্জিলাল দেখা‌ যাবে তাঁদের ছেলেতথা টুকাইয়ের চরিত্রে। মা ছেলেই সম্পর্কের এক বিশেষ অনুভূতিকেই তুলে ধরা হবে রেণু ও টুকাইয়ের মাধ্যমে।

ছবির প্রধান তিন নারী চরিত্রের মধ্যে দিয়ে তিনরকম সমাজের প্রতিচ্ছ্ববিকে তুলে ধরা হবে। চলতি বছর এপ্রিল মাসে মুক্তি পাবে এই ছবির ট্রেলার। ছবিটি মুক্তি পাবে ২৪শে এপ্রিল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube