সেরিব্রাল অ্যাটাকেই মৃত্যু ডিজাইনার শর্বরী দত্তের, জানালেন চিকিৎসকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত বিখ্যাত ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ তাঁর নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকদের মতামত সেরিব্রাল অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। তিনিই প্রথম, ‌যিনি মূলত পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করেন। শর্বরী দত্তই মিশরীয় সভ্যতার কারুকা‌র্য থেকে শুরু করে মধুবনী-জামিনী রায় বিভিন্ন রকমের ডিজাইন এর ‌যুগ্ম ব্যবহারে রঙীন করে তুলেছিলেন পুরুষদের ফ্যাশান। তিনিই প্রথম রঙীন ধুতির চল এনেছেন ভারতীয় পুরুষদের মধ্যে।

তাঁর কর্মজীবনে সচিন থেকে কপিল দেবের মতন বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। কলকাতায় হেন কোনো তারকা নেই ‌যাঁরা ওঁর বানানো পোষাক পড়েননি। তাঁর মৃত্যুতে শোকাহত শিল্পীমহল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube