সেরা মেসি, আর্জেন্টাইনদের জয়জয়কার

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।

বসন্তের রাতে প্যারিসে তারার মেলা। তবে নক্ষত্র একজনই লিও মেসি। ফিফার বর্ষসেরা পুরস্কার মঞ্চে আর্জেন্টিনার জয় জয়কার। এমবাপে-বেঞ্জিমাকে হারিয়ে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিলেন। আর্জেন্টাইন অধিনায়কই। সেরা কোচ থেকে গোলরক্ষক বিভাগে ফিফার বর্ষসেরা পুরষ্কার জিতলেন আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি হলেন সেরা কোচ। সোনার গ্লাভস জয়ের পর সেরা গোলরক্ষকের খেতাব জিতলেন ইমি মার্টিনেজ। মহিলা বিভাগে ফিকার সেরা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস।

এক নজরে দেখে নেওয়া যাক ফিফার বর্ষসেরার তালিকা। সেরা পুরুষ ফুটবলার , লিও মেসি। সেরা মহিলা ফুটবলার, অ্যালেক্সিয়া পুতেয়াস। সেরা পুরুষ গোলরক্ষক, ইমি মার্টিনেজ। সেরা মহিলা গোলরক্ষক, মেরি আর্পস । সেরা পুরুষ কোচ , লিওনেল স্কালোনি। সেরা মহিলা কোচ , সারিনা উইগমান। পুসকাস অ্যাওয়ার্ড , মার্সিন ওলেক্সি । বেষ্ট ফ্যান অ্যাওয়ার্ড, আর্জেন্টিনা ফ্যানস। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, লুকা লোশোভিলি। বিশেষ শ্রদ্ধার্ঘ্য, পেলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube