
নিউজটাইম ওয়েবডেস্ক : অগস্ট মাসে যে ভাবে নির্দিষ্ট দিনে পূর্ণ লকডাউন হয়েছে, তেমনই চলবে সেপ্টেম্বরেও। বুধবার নবান্নে এ কথা জানিয়ে আপাতত তিনটি দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ বাংলায় পূর্ণ লকডাউন থাকবে। বাকি দিন রাজ্য সরকার পরে ঘোষণা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, নিয়ম মেনে যদি মেট্রো রেল ও লোকাল ট্রেন চলে তাহলে রাজ্যের কোনও সমস্যা নেই। তাঁর কথায়, “সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মেট্রো রেল এবং লোকাল ট্রেন চলতে পারে ১ সেপ্টেম্বর থেকে। তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বা রেল যদি রাজ্যের সঙ্গে একবার কথা বলে নেয় তাহলে ভাল হয়।” গত দু’দিন ধরেই শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের গোড়া থেকেই দেশের বিভিন্ন শহরে মেট্রো পরিষেবা চালু হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মেট্রো চালু করার দাবি জানিয়েছেন। এদিন সে ব্যাপারেই রাজ্যের বক্তব্য জানিয়েছেন মমতা। তবে এখনই রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখনই রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে না বলে জানিয়ে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।” জুলাই মাসের শেষেই রাজ্য সরকার জানিয়েছিল, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার সপ্তাহে দু’দিন পূর্ণ লকডাউনের পথে হাঁটবে। সেই মতো প্রাথমিক ভাবে দিন ঘোষণার পর অন্তত পাঁচ বার তাতে বদল এনেছিল নবান্ন। কখনও এক দিনের বদলে আরএক দিন করা হয়েছিল, কখনও আবার সংশ্লিষ্ট দিনটিই বাতিল করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। অনেকের মতে, সেপ্টেম্বরে যাতে সেই ধরনের কোনও জটিলতা না হয় তাই শুরুতে তিনটি তারিখ ঘোষণা করল রাজ্য সরকার। চলতি মাসে আরও দু’দিন লকডাউন রয়েছে রাজ্যে। আগামী কাল ২৭ অগস্ট ও ৩১ অগস্ট লকডাউন হবে বাংলায়। রাজ্য সরকার আগে জানিয়েছিল ২৮ অগস্টও লকডাউন হবে। কিন্তু পরবর্তীকালে ওই দিন আদিবাসী সম্প্রদায়ের করম পুজোর জন্য লকডাউন প্রত্যাহার করে নেয় নবান্ন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022