সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

।। স্বর্ণালী মান্না ।।

২৮ মে উদ্বোধন করা হবে নতুন সংসদ ভবন । উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না তৃণমূল । নতুন সংসদ ভবন উদ্বোধনকে কেন্দ্র করে বয়কটের প্রস্তাব আনে বিরোধী দলগুলি । এই বিষয়ে ১৯ টি বিরোধী দল প্রকাশ্যে আনে তাঁদের যৌথ বিবৃতি । কংগ্রেসের সঙ্গে তালিকায় সামিল হয়েছে তৃণমূল ও আআপ সহ বেশ কিছু দল ।

আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন নতুন সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্তা । সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছে সব রাজনৈতিক দল । তবে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছে ১৯ টি বিরোধী দল । বয়কটের ডাকে প্রথম হলেও, একা নয় তৃণমূল । বয়কটের সুর শোনা গেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কন্ঠেও ।

কেজরিওয়ালের দাবি নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী! রাষ্ট্রপতি থাকতে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন কেন? তিনি জানিয়েছেন, এভাবে রাষ্ট্রপতিকে অসম্মান করা হচ্ছে ।

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন টুইটে জানিয়েছেন, সংসদ ভবন শুধুই একটি নির্মাণ নয় ।এটি ঐতিহ্য ও মূল্যের প্রতীক । সংসদ ভবন গণতন্ত্রের ভিত । তবে তা প্রধানমন্ত্রী বোঝেন না । তিনি ‘আমিত্ব’-এর নিদর্শন ।

এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেসও । তাঁদের মতে, রাষ্ট্রপতির বদলে প্রধান্মন্ত্রীর সংসদ ভবন উদ্বোধন করা অবমাননাকর । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রাক্তন রাষ্ট্রপতিদের এই অনুষ্ঠানে আমন্ত্রন না জানিয়ে তাঁদেরকে তাঁদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হচ্ছে ।

একটি টুইটে প্রাক্তন রাষ্ট্রপতি, রামনাথ কোবিন্দ জানিয়েছেন, ভিত স্থাপনে আমন্ত্রণ করা হয়নি তাঁকে ।এবার, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ করা হল না উদ্বোধনে ।

পাল্টা আক্রমণ করতে ছাড়েনি কেন্দ্রীয় শাসকদলও । কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরি টুইটে জানিয়েছেন, কংগ্রেসের স্বভাবই হল যেখানে বিতর্ক নেই, সেখানে বিতর্ক সৃষ্টি করা । রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রের প্রধান, তেমনই প্রধনমন্রী হলেন সরকারের প্রধান । রাষ্ট্রপতি রাজ্যসভা বা লোকসভার সদস্য নন, তবে প্রধনমন্রী লোকসভার সদস্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube