সেনা সংঘর্ষে মৃত চিনা কমান্ডিং অফিসার সহ আরও অনেকে

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৫ ও ১৬ই জুন ভারত-চিন সংঘর্ষে নিহত হয়েছেন চিনা কমান্ডিং অফিসার, নিশ্চিত করল সংবাদসংস্থা এএনআই। গত দু’দিন ‌যাবৎ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ বাধে ভারত ও চিন সেনার মধ্যে। বিনা প্ররোচনায় মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার।

মঙ্গলবার রাত থেকেই সংঘর্ষের এলাকায় একাধিক চিনা হেলিকপ্টারের আসা-‌যাওয়ার থেকে আগেই অনুমান করা হচ্ছিল ‌যে, চিনা সেনারও ক্ষতি হয়েছে বহুল পরিমানে। মৃত্যু হয়েছে বেশ কিছু চিনা সেনার এই সংঘর্ষে।

সূত্রের খবর, সংঘর্ষের এলাকায় ‌বেশ কিছু চিনা সেনাকে স্ট্রেআরে নিয়ে ‌যেতে দেখা গেছে এবং তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় তারা। এই ঘটনা দেখেই অনুমান করা হয়েছিল আহত বা নিহত হয়েছে বেশ কিছু চিনা সেনাও। সংঘর্ষের মধ্যে তাকা সেনাদল জানায় আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত ভাবে বলা না গেলেও, এই সংখ্যা ৪০ এর অধিক।

মঙ্গলবার, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৫ ও ১৬ই জুন লাদাখে ‌যে সংঘর্ষ হয় তার কারণ হল, চিনা সেনা বিনা প্ররোচনায় সীমান্তের স্থিতাবস্থাকে নষ্ট করার চেষ্টা করে। সম্প্রতিই সীমান্ত এলাকায় তৈরি হওয়া উত্তেজনা নিয়ে উচ্চ প‌র্যয়ে আলোচনা শুরু হয়েছিল। এরই মধ্যে এণন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আলোচনা দ্রুত ও ফলপ্রসু হলে এই ঘচনা এড়ানো ‌যেত বলে মনে করছেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube