সেটে নিহত ৩,কমল হাসানের শ্যুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা

নিউজটাইম ওয়েবডেস্ক : পরিচালক শংকরের আগামী মেগা বাজেটের ছবি  ‘ইন্ডিয়ান ২’র সেটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা । ঘটনাটি ঘটে বুধবার ।  কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। পরিচালক নিজেও প্রাণে বেঁচেছেন কোনো মতে। তবে, তিনি গুরুতর জখম হয়েছেন।। সুত্রের খবর, শ্যুটিং ফ্লোরের আরও ১০ কর্মী আহত হয়েছেন

উল্লেখ্য,শংকের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা কমল হাসান। তবে তিনি সুস্থ আছেন বলেই জানা গেছে।

ইভিপি ফিল্ম সিটিতে শুটিং চলছে কমল হাসান অভিনীত ছবি ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং। বুধবার রাতে ওই শুটিংয়ে আচমকা একটি ক্রেন ভেঙে পড়ে। এতটাই অপ্রত্যাশিতভাবে ঘটনাটি ঘটে যে ক্রেনের কাছে উপস্থিত টেকনিশিয়ানরা বা ইউনিটের অন্যান্য সদস্যরা খুব একটা সময় পাননি। ভেঙে পড়া ক্রেনের অংশের আঘাতে প্রাণ হারিয়েছেন ৩ জন।

শ্যুটিংয়ের সময় কমল হাসানও সেখানে ছিলেন। তিনিই তত্‍‌পর হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ‘ইন্ডিয়ান টু’ একটি অ্যাকশন থ্রিলার। ১৯৯৬ সালের ছবি ‘ইন্ডিয়ান’-এর সিকোয়েল এই নতুন ছবিটি। এই ছবিতে কমল হাসান ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন কাজল আগরওয়াল, সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং ও প্রিয়া ভবানী শঙ্কর।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube