
নিউজটাইম ওয়েবডেস্ক : সুখবরের মাঝেই দু:সংবাদ হলিউডে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হল টম হ্যাংস ও রীতা উইলসন কে। করোনা ভাইরাসের প্রকোপ নেই তাঁদের শরীরে। কিন্তু এর মধ্যেই দুই হলিউড তারকা আক্রান্ত হলেন করোনায় । প্রথমজন ইদ্রিশ আলবা ও দ্বিতীয়জন ওলগা কিরিলেস্কো । চিকিৎসা শুরু হয়েছে দুজনের ই .
গোল্ড কোস্ট থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রীতা উইলসন । পরীক্ষা করে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ও তাঁর স্ত্রী . শুরু হয় চিকিৎসা। সম্প্রতি জানা গেছে পুরোপুরি সুস্থ টম হ্যাংস ও তাঁর স্ত্রী। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই সুখবর বেশিক্ষণ স্থায়ী হলোনা । হলিউডের আর এক অভিনেতা ইদ্রিশ এলবা ও ওলগা কিরিলেস্কো আক্রান্ত হয়েছে করোনায় । নিজেই একথা জানিয়েথেন তিনি । শরীর খারাপের কারণে শ্যুটিংয়ের মাঝপথে ফিরে আসেন অভিনেত্রী । রক্তপরীক্ষায় দেখা যায় পজিটিভ । আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে । অন্যদিকে আইসোলেশনে চলে গেছেন ইদ্রিশ এলবা । তিনি ও করোনা ভাইরাসে আক্রান্ত । আপাতত চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষনে রেখেছেন ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022